শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনের বিক্ষোভে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি

যাযাদি ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৪, ২৩:২৬
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামে মধ্যরাতে মিছিল বের করেছে ছাত্রলীগ। শুক্রবার দিনগত রাত পৌনে একটার দিকে নগরীর কোতোয়ালি থানার জামালখান মোড় থেকে চেরাগী পাহাড় মোড় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চট্টগ্রাম নগরীতে এই প্রথম দলটির অঙ্গসংগঠনের মিছিল প্রকাশ্যে দেখা গেল। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ছাত্রলীগ মিছিল বের করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার বিকাল ৩টায় জামালখান এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। পরে জামালখান থেকে মিছিল বের হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ওপর গুলি চালিয়েছে, আমাদের ভাইবোনদের হত্যা করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, আমরা দেখতে পাচ্ছি তারা এখনো অবাধে ঘোরাফেরা করছে। এরই ফলে আমরা দেখেছি তারা হাইকোর্টে খুনি হাসিনার পক্ষে স্লোগান দেয়। রাতের আঁধারে ছাত্রলীগ খুনি হাসিনার জন্য স্লোগান দেয়। তারা ভেবেছিল আমরা ঘুমিয়ে গেছি, তারা বোঝেনি আমরা তাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই-এখনো খুনি হাসিনার পক্ষ নিয়ে, স্বৈরাচারের পক্ষ নিয়ে যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত-তারা কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন, ‘যে চট্টগ্রামের মাটিতে শহিদ ওয়াসিম, শান্ত এবং হৃদয় তরুয়ার রক্ত লেগে আছে, সেই রাজপথে তারা স্লোগান দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা মনে করি এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের মিছিলের অগ্রভাগে দুটি মোটরসাইকেলে দুই যুবক রয়েছে। তাদের মুখে মাস্ক। মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মিছিল হয়েছে বলে জানা গেছে।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় মধ্যরাতে ছাত্রলীগের মিছিলের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বিষয়টি তোলেন।

এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে