দেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তার ফেসবুক ওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, যারা ‘জয় বাংলা’ স্লোগান দেবে না, তারা রাজাকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ তার পক্ষে কথা বলছেন, কেউ আবার বিরূপ মন্তব্য করছেন।
তসলিমা নাসরিন তার পোস্টে উল্লেখ করেছেন, ‘জয় বাংলা স্লোগান কোনো দলের নয়, এটি সকল দেশপ্রেমিকের স্লোগান। একাত্তরে আমরা পতাকা হাতে নিয়ে এই স্লোগান দিয়েছি। আমরা কেউ আওয়ামী লীগের নেতা বা কর্মী ছিলাম না, বরং সাধারণ অরাজনৈতিক দেশপ্রেমিক ছিলাম। যারা এই স্লোগান দেবে না, তারা রাজাকার, তারা দেশদ্রোহী।’
এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নানা মতের মানুষ তাতে প্রতিক্রিয়া জানান।
একজন তার মন্তব্যে লিখেছেন, ‘জয় বাংলা সবার স্লোগান, তবে এটাও ঠিক যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তারা এই স্লোগানকে ধরে রেখেছে। ৭৫-এর পরে ‘জয় বাংলা’ বলার লোক খুব কম ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে স্লোগানটিকে পুনরায় জনপ্রিয় করেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে।’
অন্য আরেকজন কমেন্টে লেখেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি মানুষের আত্মার স্লোগান জয় বাংলা। এর কখনো মৃত্যু হবে না।’
উল্লেখ্য, তসলিমা নাসরিন বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। প্রায়ই তিনি বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে মতামত দিয়ে থাকেন। দেশ থেকে নির্বাসিত হলেও তার এসব মন্তব্য ও লেখা গণমাধ্যমে প্রকাশ পায় সব সময়ই।
যাযাদি/ এস