শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন শাবির ৮ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ১২:৫০
ছবি : যায়যায়দিন

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ২০২৪ সেশন পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী। ইতোমধ্যে এ স্কলারশিপে বিভিন্ন প্রোগ্রামে একাধিক দেশে তারা অধ্যয়ন শুরু করেছেন।

স্কলারশিপ প্রাপ্তরা হলেন- রুপক দাশ, মো. মোস্তাক আহমেদ, মো. আবদুস সামাদ, মো. মুহিবুর রহমান, নাজিফা তাসনিম, আহসান আজিজ ঈশান, খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) ও ইউরিদা লিয়ানা।

জানা যায়, রুপক দাশ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী। তিনি আর্কিটেকচারাল এন্ড আরবান কনটেমপোরারি হেরিটেজ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। তিনি বর্তমানে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং শিক্ষাছুটি নিয়ে উক্ত প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। মো. মোস্তাক আহমেদ রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি কেমিকাল ইনোভেশন এন্ড রেগুলেশন প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। মো. আবদুস সামাদ বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এছাড়া তিনি শাবিপ্রবিতে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর গ্রিন ডিল প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। মো. মুহিবুর রহমান জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ইউরোপিয়ান মাস্টার অব সায়েন্স ইন স্কিন হেলথ এন্ড কেয়ার (ইমোশন) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

নাজিফা তাসনিম বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন সয়েলস এন্ড গ্লোবাল চেঞ্জ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। আহসান আজিজ ঈশান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগ থেকে তিনিই প্রথম এ স্কলারশিপ পেয়েছেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর গ্রিন ডিল প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন টেকনোলজি (এলসিটি) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। ইউরিদা লিয়ানা সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির সমুদ্র বিজ্ঞান বিভাগ থেকে তিনিই প্রথম এ স্কলারশিপ পেয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল মাস্টার অব সায়েন্স ইন মেরিন বায়োলজিক্যাল রিসোর্সেস প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

স্কলারশিপপ্রাপ্তদের স্বাগত জানিয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এটা খুবই আনন্দের খবর। সুস্থ ও সবল থেকে তারা গবেষণা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাক। তাদের জন্য শুভকামনা রইলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও তাদেরকে অনুসরণ করে ভালো জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনুক।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হলো একটি আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম যা ইউরোপীয় ইউনিয়নের দ্বারা পরিচালিত হয়। এর উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। এই স্কলারশিপের মাধ্যমে সাধারণত শিক্ষার্থীরা ইউরোপের একাধিক দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে