বেরোবিতে হল থেকে আবারও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৫

বেরোবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষক, প্রভোস্ট, সহকারী প্রক্টর,  সাংবাদিক ও শিক্ষার্থীদের সহায়তায় আবারও ৪৩ টি দেশীয়  অস্ত্র উদ্ধার করা হয়। 

শুক্রবার  (৪ অক্টোবর ) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু  হলে এক গোপন সূত্রে অভিযোগ পেয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অভিযান চালানো হয়। এ সময় রড , প্লাম্বার ,  লাঠি , পাইপসহ ৪৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে  দ্বিতীয় অভিযানেও এ রকম বিপুল  অস্ত্র পাওয়া যাবে কেউ ভাবতে পারেনি। আমরা হলে নিরাপদে থাকতে চাই। আমরা হল প্রশাসনকে অনুরোধ করব যাতে আমাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট  মো.আমির শরীফ বলেন, ‘শিক্ষার্থীদের গোপন সূত্রে অভিযোগের  প্রেক্ষিতে হল নিরাপদ রাখতে  প্রশাসন, শিক্ষার্থীদের  নিয়ে আবারও অভিযান চালানো হয়। ৪৩ টি দেশীয় অস্ত্র  জব্দ করা হয়। 

যাযাদি/ এসএম