মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিয়ে ছাত্রদলের বক্তব্য

যাযাদি ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯
ফাইল ছবি

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের শাখার সভাপতি ও সেক্রেটারি। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা। তবে এ বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে দেয়া এক প্রতিক্রিয়ায় নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারির আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি।

প্রথমে সভাপতি, পরে সেক্রেটারি যিনি কিনা ছাত্রলীগেরও পদধারী নেতা। এরপর সাবেক সভাপতি এরকম ধাপে ধাপে একজন-একজন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তাদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরও আত্মপ্রকাশ করা উচিত বলে আমরা মনে করি।

তিনি বলেন, গোপন তৎপরতার মাধ্যমে কখনও জনসম্পৃক্ত রাজনীতি করা সম্ভব নয়। গোপনে একদলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ করা প্রতারণামূলক আচরণ। আমরা ছাত্রশিবিরকে গোপন তৎপরতা, আত্মপরিচয়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানাচ্ছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে