শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ভিসি নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৯
ছবি : যায়যায়দিন

উপাচার্য্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ কওে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করলে দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে ১১টার দিকে সড়কে অবস্থান নেয়। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা গত শুক্রবার ভিসি নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম।

আজকে সেই আল্টিমেটামের শেষ দিন।আশা করছি আজকের মধ্যেই একটা ভালো খবর শুনতে পারব। একই দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক একঘণ্টা অবরোধ করেন তারা। তার আগে শুক্রবার বিকেলে ও মহাসড়ক অবরোধ ও গত সপ্তাহে দুই দফায় বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেন শিক্ষার্থীরা। আজ একঘন্টা সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা হলে ফিওে যায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে