বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১

ইবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। বিচারবহির্ভূত এই হত্যাকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাত ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের করেন তারা। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘তোফাজ্জলের খুনীদের, ফাঁসি চাই ফাঁসি চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বিশ্বজিৎ এর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক, সহ-সমন্বয়কসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ঢাবিতে তোফাজ্জল নামের এক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার করার পূর্বে তাকে ঠাণ্ডা মাথায় খাওয়ানো হয়। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানিয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় জড়িতরা যদি সমন্বয়ক হয় এমনকি প্রধান উপদেষ্টাও হয় তবুও তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘মব জাস্টিসের নামে যারা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটাচ্ছেন এবং দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ছাত্রজনতা আবারও রুখে দাঁড়াবে। আমরা অন্তবর্তীকালীন সরকারের নিকট এইসব ঘটনা থামানোর আহ্বান জানাচ্ছি।’

ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ছাত্র আন্দোলনকে যারাই বিতর্কিত করার চেষ্টা করবে তাদেরকে ছাত্র-জনতা শক্ত হাতে প্রতিহত করবে৷ শত শত শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানী করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ‘মব জাস্টিস’ এর নামে যে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটছে অতিদ্রুত তার সঠিক বিচার করতে হবে। এসব ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে কেউ এ ধরনের কর্মকান্ড ঘটানোর দুঃসাহস না দেখায়৷ যতদিন পর্যন্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে৷’ 

যাযাদি/ এসএম