জাবির নতুন প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৯

জাবি প্রতিনিধি
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ০৭-০৮-২০২৪ তারিখে ভার্চুয়ালী অনুষ্ঠিত সিন্ডিকেটে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. রুবেলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ব্যক্তিগত কারণে উক্ত দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

এ. কে. এম. রশিদুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক।  2002 সালের আগস্টে, রশিদুল আলম জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন।  ২০০৫ সালের ডিসেম্বরে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।  ২০১৪ সালের মার্চ মাসে, রাশিদুল আলমকে জাবি-এর পরিবেশ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে উন্নীত করা হয়।  ২০১৮ সালের জুন মাসে, রাশিদুল আলমকে জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে উন্নীত করা হয়।

রাশিদুল আলম জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীনে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে উদ্ভিদবিদ্যায় বিএসসি এবং M.Sc.  (থিসিস- ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট) সম্পন্ন করেন।

এছাড়াও  তিনি ১৯৯৯ সাল থেকে পরিবেশগত সমস্যাগুলির বিভিন্ন দিক নিয়ে গবেষণা পরিচালনা করছেন, বিশেষ করে বাস্তুশাস্ত্র এবং জীববৈচিত্র্য, সামুদ্রিক মেটা-সম্প্রদায়, সামুদ্রিক জৈব আক্রমণ, নীল অর্থনীতি, জলজ ম্যাক্রোফাইটগুলির সাথে বর্জ্য জল চিকিৎসা (দূষণকারীর ফাইটোরিমিডিয়েশন/বায়োরিমিডিয়েশন), পর্যবেক্ষণ এবং প্রশমন।  দূষণ, মাইক্রোপ্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন এবং আদিবাসী অভিযোজন অনুশীলন করেন তিনি।

যাযাদি/ এস