বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত বুটেক্স ক্যাম্পাস

বুটেক্স প্রতিনিধি
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬
আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩
ছবি-যায়যায়দিন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ১৫ সেপ্টেম্বর (রবিবার) কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় ও বন্যার্তদের পূণর্বাসনে সহায়তার লক্ষ্যে এই কাওয়ালী সন্ধ্যার আয়োজন করে বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে দেশাত্মবোধক গান, হামদ ও নাত এবং কাওয়ালী পরিবেশন করেন 'হ্যাভেন টিউন' ব্যান্ড। পাশাপাশি একক পরিবেশনা, দলীয় হামদ-নাত, দেশাত্নবোধক গানসহ বিভিন্ন সমসাময়িক প্রেক্ষাপটের স্বল্পদৈর্ঘ্যের নাটক পরিবেশন করে 'কোলাহল' ব্যান্ড। ব্যান্ডগুলো ছাড়াও অনুষ্ঠানে একক ও দলীয় দেশাত্নবোধক গান ও হামদ-নাত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের একজন আয়োজক বলেন, অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্য ছিলো বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন করা। তাছাড়া এরকম অনুষ্ঠান বুটেক্সে নতুন। বাংলাদেশ আসলে বৈচিত্রপূর্ণ সাংস্কৃতিক আবহের একটি দেশ। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সাংস্কৃতিক ঐক্য গড়তে পারলেই সুন্দর হবে দেশ।

অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাদিক ফাওয়াজ বলেন, অনুষ্ঠান অনেক ভালো ছিলো। মূলত হ্যাভেন টিউনের পারফরম্যান্স দেখার জন্য সবাই বৃষ্টি উপেক্ষা করে এসেছে, ব্যাপারটা প্রশংসনীয়। ভবিষ্যতে এমন প্রোগ্রাম আরো আয়োজন করা হবে আশা করছি

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে