জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থীদের আয়োজনে স্বৈরাচার সরকার পতনের চল্লিশা পালিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের ডাইনিং এ আয়োজন করা হয় ফিস্টের।
এসময় ফিস্টে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সহ শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনে শহীদ হওয়ার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এর আগে মাগরিব নামাজের পর হলের মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মাহবুবুল মোর্শেদ বলেন, 'হলের সকল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ আয়োজন করা হয়েছে। শহীদদের স্মরণে ও স্বৈরাচার সরকার পতনের চল্লিশ দিন উপলক্ষে শিক্ষার্থীদের সহায়তায় এ ফিস্টের আয়োজন করা হয়।'
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সরকার পতনের চল্লিশ দিন উপলক্ষে এ চল্লিশার আয়োজন। হলের শিক্ষার্থীদের ও হল প্রশাসনের যৌথ অর্থায়নে এ ফিস্টের আয়োজন করা হয়েছে। '
উল্লেখ্য, এর আগে দ্বিতীয় স্বাধীনতার একমাস পূর্তি উপলক্ষ্যে রফিক-জব্বার হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলে ফিস্টের আয়োজন করা হয়।
যাযাদি/ এস