রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

তিতুমীরে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল

যাযাদি ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩
ছবি : যায়যায়দিন

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে তিতুমীর সরকারি কলেজে আয়োজন করা হয়েছে কাওয়ালী গানের আসর। ‘শতাব্দী মঞ্চের’ আয়োজনে এতে অংশ নেয় শুদ্ধস্বর কবিতা মঞ্চ এবং জনপ্রিয় ‘কাসীদা’ ব্যান্ডসহ শতাব্দী মঞ্চের শিল্পীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ক্যাম্পাসের মুক্তমঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল।

এতে অংশ নেওয়া আবু ইসহাক সাদী নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এতে করে ক্যাম্পাস তার নিজস্ব গতি হারিয়ে ফেলে এবং অন্যান্য ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দেয়।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েকবছরেও এরকম গানের আসর দেখেনি তিতুমীরিয়ানরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে