ক্যাম্পাসে ক্যাম্পাসে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলে যেতে থাকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। যা কখনো কেউ ভাবতে পারেনি তাই ঘটছে। বইছে উচ্ছ্বাস। ছাত্র-জনতার সম্মিলিত আয়োজনে চলছে কাউয়ালী উৎসব। আর কাওয়ালী সন্ধ্যায় নামছে ছাত্রজনতার ঢল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ স্মরণ এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী জায়িদ হাসান জোহার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এ আয়োজনে ঢাকা থেকে আগত ওস্তাদ জুলকারনাঈন কাওয়াল ও তারেক রহমান কাওয়ালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।
জাবিতে কাওয়ালী আসরে শিক্ষার্থীদের ঢল
‘জুলাই বিপ্লব-২০২৪’ এর সকল শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ 'মেহফিল-ই ইনকলাব' ব্যানারে সাংস্কৃতিক ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে তারা।
এ সন্ধ্যায় 'বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ' এর সাথে দর্শকদের মাতিয়েছেন ঢাকার 'ওয়ান এম্পায়ার' টিম। এসময় কাওয়ালি গানের পাশাপাশি বিপ্লবী গান, নজরুল সংগীত, নাতে রাসূলসহ বিভিন্ন ধরনের আবৃত্তিতে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানটি। সাংস্কৃতিক সন্ধ্যা ৭ টায় শুরু হয়ে শেষ হয় রাত ১০ টায় । বাদ্যযন্ত্র আর শিল্পীদের কোসারে এক ভিন্নরূপ সৃষ্টি হয়েছিল মুক্তমঞ্চে, দীর্ঘদিন পর সকল জাবিয়ানদের এ মিলনমেলা ছিল আড়ম্বরপূর্ণ। দর্শকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। দীর্ঘদিন পর এবং ২৪ এর আন্দোলনের পর প্রথম জাবি মুক্তমঞ্চে এ কাওয়ালির আয়োজন করে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক কামরুল আহাসান, প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাউয়ালী সন্ধায় শিক্ষার্থীদের ঢল নামে।
যাযাদি/ এস