শিক্ষার্থীদের ওপর আনসারের হামলা, ছাত্রদের তিন দাবি
প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০৯:৩২
সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার ঘটনায় তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
দাবিগুলো হলো- ১. আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে। ২. শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ৩. সরকারের সকল পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
আজ রবিবার রাত পৌনে ১২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যে এক জরুরি সংবাদ সম্মেলনে সমন্বয়ক আবু বাকের মজুমদার এসব দাবি জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্রজনতা দেখে নেবে।’
তিনি বলেন, ৩৬ দিনের গণঅভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি। কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণঅভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভন্ডামি করে সচিবালয় ব্লকেড করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই। আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না।
সারজিস বলেন, ‘আপনাদের একটি বলতে চাই, শকুনেরা হারিয়ে যায়নি। যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে।’
এরআগে সচিবালয়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা যে গণঅভ্যুত্থান ঘটিয়েছি, তা আমাদেরই রক্ষা করতে হবে। সচিবালয় থেকে উপদেষ্টা ও কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার আমরা ক্যাম্পাসে ফিরে যাব। দোয়েল চত্বরে অবস্থান নেয়া ভাইদের সঙ্গে মিলিত হয়ে রাজু ভাস্কর্যে যাব।’
তিনি আরও বলেন, ‘যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। রাজু ভাস্কর্যের সামনে আমাদের সারারাত অবস্থান থাকবে। আমরা যখন মনে করবো আমাদের ক্যাম্পাস ও রাজপথ নিরাপদ তখন ফিরে যাবো।’
যাযাদি/ এস