আন্দোলনের মুখে নোবিপ্রবি উপ-উপাচার্যের পদত্যাগ
প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ১৪:৩৬
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও সদ্য শুরু হওয়া শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ত্রিমুখী চাপে দীর্ঘদিনের নাটকীয়তার পর অবশেষে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।
বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন। সেখানে তিনি পদত্যাগের কারন হিসেবে পরিবেশ পরিস্থিতির কথা উল্লেখ করেন।
পদত্যাগ পত্রে তিনি বলেন,সূত্রোক্ত পত্র ও উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনী কার্যার্থে জানাচ্ছি যে, আমি নিম্নস্বাক্ষরকারীকে গত ২৫/০৮/২০২১ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২(১) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান পরবর্তী সময় হতে অদ্যাবদি আমি অত্যন্ত নিষ্ঠা ও সততার
সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় উক্ত নিয়োগপত্রের (ঘ) নং শর্ত আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে আমার নিয়োগটি অদ্য তারিখ হতে বাতিল করতঃ মূলপদে যোগদানের অনুমতি প্রদানের বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর আগে, নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী থাইল্যান্ড যাওয়ার জন্য আগামী ২৬ আগস্ট পর্যন্ত ছুটি নিয়ে থাকলেও তিনি দেশেই অবস্থান করেছেন এবং গতকাল বিকেলে অফিস সময় শেষ হওয়ার আগেই তিনি অবশিষ্ট ছুটি বাতিল করে নতুন জয়েনিং লেটার পাঠিয়েছেন।
নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত উপাচার্য হতেই তিনি এমনটি করেছেন বলে ধারণা করেছেন নোবিপ্রবির শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
গতকালের উপ-উপাচার্যের এই জয়েনিং লেটার সম্পর্কে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী জানিয়েছেন, অনলাইনে জয়েনিং লেটার গ্রহণের সুযোগ নেই। স্ব শরীরে ক্যাম্পাসে এসে যোগদান করতে হবে।
জানা গেছে, গত ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এদিকে উপ-উপাচার্যের পদত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক বনি ইয়ামিন বলেন, আমরা উপ-উপাচার্যের পদত্যাগে খুশি। তবে রেজিস্ট্রার এখনও পদত্যাগ করেননি। তাই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।
যাযাদি/ এস