ইমরান খান অক্সফোর্ড চ্যান্সেলর হতে চান

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০৯:১৬

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটেনের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন। তার দল এ কথা জানিয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী খান দুর্নীতি ও সহিংসতা উসকে দেওয়ার বিভিন্ন অভিযোগে মাত্র এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অবশ্য তিনি এই দণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও তাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির লন্ডন-ভিত্তিক মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারি এএফপিকে বলেন, ‘ইমরান খান নির্দেশনায় তার আবেদনটি জমা দেয়ার পর, এখন যাচাই-বাছাইয়ের পালা। এটি একটি আনুষ্ঠানিক, তবে অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ পদ। অক্সফোর্ড থেকে বেরিয়ে আসা বৃহত্তর পরিসরের একটি জনপ্রিয় নাম ইমরান খান । চ্যান্সেলর হিসেবে তিনি হবেন চমৎকার ব্যক্তিত্ব।’

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, এই পদের জন্য ১০ বছরের মেয়াদে একটি প্রার্থী তালিকা তৈরি হবে, তবে অক্টোবর মাস পর্যন্ত তা প্রকাশ করা হবে না এবং মাস শেষে ভোটগ্রহণ হবে।

হংকং-এর শেষ ব্রিটিশ গভর্নর রক্ষণশীল পিয়ার ক্রিস প্যাটেন, ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেট তারকা ইমরান খান দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে অধ্যয়নের পর, ১৯৭৫ সালে অক্সফোর্ড থেকে স্নাতক অর্জন করেন।

পার্টি মুখপাত্র বুখারি বলেন, তিনি চ্যান্সেলর হলে হবেন এশিয়ান বংশোদ্ভূত প্রথম চ্যান্সেলর, যা কেবল পাকিস্তানের জন্যই নয়, সমগ্র এশিয়া ও বাকি বিশ্বের জন্যও একটি বড় অর্জন বয়ে আনবে। সূত্র : এএফপি

যাযাদি/ এস