‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি উপলক্ষ্যে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ১২:৫৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচি উপলক্ষ্যে সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ পুলিশ ট্রাফিক বক্স সংলগ্ন স্থানে জমায়েত হচ্ছে।
এসময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে পৌঁছানোর পর মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করে।
৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচি শুরু হয়।
যাযাদি/ এস