রাবিতে ছাত্রলীগের ব্লকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার 

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০৯:৫৩

রাবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল ও মতিহার হলে ছাত্রলীগের ব্লক তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন। 

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ দুটি হলে অভিযান চালান তারা। এর আগে, বিশ্ববিদ্যালয়ের শাহ মাখদুম হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু করলে পলিটিক্যাল ব্লকের প্রতিটি রুম থেকে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। পরে মতিহার হলে অভিযান চালালে এমনসব অস্ত্র ছাড়াও ছাত্রলীগ নেতাদের রুম থেকে নারীদের গোপনীয় পোশাক পাওয়া যায়। অভিজান শেষে উদ্ধারকৃত অস্ত্র হল প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা। আর এদিকে, হল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব উদ্ধারকৃত দেশীয় অস্ত্র হস্তান্তর করেন।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, আমরা হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত দুটি হল অভিযান শেষে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল অস্ত্র ও মদের বোতল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। এক এক করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অভিযান চালানো হবে। শিক্ষাঙ্গনকে অস্ত্র মুক্ত করাই আমাদের লক্ষ। আমাদের এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সমন্বয়করা আশংকা করছিল হলগুলোতে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করতে চায় এমন আমাদের জানায়। আমি এ বিষয়ে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছি। আমিও চাই আমার হল অস্ত্র মুক্ত হোক এবং হলে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, শিক্ষার্থীদের আহবানে সাড়া দিয়ে আমরা দুটি হলে অভিযান চালাই। সেখান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

যাযাদি/ এস