পরিচয় জানা গেলো  শাড়ি পরে ট্রাফিকের দায়িত্বে সেই সুন্দরীর 

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৯:৫৬

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক সুন্দরী শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তিনি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা নওমী। রাজধানীর মিরপুর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে তাকে। 

আদিবা নওমীর শাড়ি পরে ট্রাফিকের দায়িত্বে পালন করার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির লেন ঠিক রাখতে ব্যস্ত আদিবা। এছাড়াও রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন। 

জানা গেছে, আদিবা নওমী গন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। 

এ বিষয়ে আদিবা নওমী বলেন, ‘শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালনকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। শাড়ি বাঙালি নারীর ভূষণ। একটি মেয়ে যেভাবে সালোয়ার-কামিজ পরে সব কাজ করতে পারেন, একইভাবে একই কাজ শাড়ি পরেও করতে পারেন। আমাদের মায়েরা বেশির ভাগ সময় শাড়ি পরেন।’ 

 যাযাদি/ এম