বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন: তাহমিদ আব্দুল্লাহ ও  সুজন মাহমুদ ইন্তেকাল করেছেন 

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৬:২৩

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

বিইউবিটি'র বি.এসসি. ইন সিএসই বিভাগের শিক্ষার্থী মো. তাহমিদ আব্দুল্লাহ (৫১ ইনটেক) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়   শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শহীদের নামাযে জানাজা  শনিবার  বাদ মাগরিব বিউইবিটি ক্যম্পাসে অনুষ্ঠিত হয়।  এছাড়াও গত  ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-২ এ গুলিবিদ্ধ হয়ে  ইইই ডিপার্টমেন্টের ১১ ইন্টেকের কৃতি শিক্ষার্থী সুজন মাহমুদ মিথি শহীদ হয়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।  

শিক্ষার্থীদের মৃত্যুতে বিইউবিটি পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা ও  শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

যাযাদি/ এম