শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চবি উপাচার্যের বাসভবনে তালা দিল আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২৪, ২০:২৮
ছবি : যায়যায়দিন

পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের বাসভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ উপাচার্যের বাসভবনে তালা দেন।

বিকাল তিনটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে অগ্রসর হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটা প্রতিনিধি দল গিয়ে উপাচার্যের বাসভবনে তালা দেন।

এরআগে সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চবি প্রশাসনের পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষনা করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে