সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়া এলাকার প্রায় ৫ হাজার মানুষ যোগ দিয়েছে। পদযাত্রাটি এখন সাভারের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত বাধাবিপত্তি সত্ত্বেও সাভারের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার মানুষকে এ পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে।
এদিকে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আশেপাশের এলাকার প্রায় ১ হাজার শ্রমিক পদযাত্রায় যোগ দেয়ার জন্য সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, তারা যেকোনো মূল্যে ঢাকার গাবতলী পর্যন্ত যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তারপর সেখান থেকে তারা সম্মিলিতভাবে রাজধানীর উদ্দেশ্য যাত্রা শুরু করবে।
এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে সাভারের পাকিজা এলাকায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছোটখাটো জমায়েত লক্ষ্য করে পুলিশকে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।
[05/08, 14:39] Osman: প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ।
[05/08, 14:40] Osman: বিল্ডিং এর ছাদ থেকে স্নাইপার গুলি করে
জাবির শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা শুরুজাবি প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা শুরু করেছে। সোমবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয় এ লং মার্চ। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাও যুক্ত হতে থাকেন।
লং মার্চ দুপুর দেশটার সময় ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভারের দিকে পদযাত্রা শুরু করেন। তবে সাভারের থানা স্ট্যান্ডে পুলিশি বাঁধার সম্মুখীন হয়েছেন আন্দোলনকারীরা। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীরা সাভারে মুখোমুখি অবস্থানে রয়েছেন।
যাযাদি/ এস