সিলেটে ছাত্র-জনতার গণমিছিলে পুলিশের হামলা, আটক ৮

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ১৮:০২

শাবি প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কর্মসূচি ছাত্র-জনতার গণমিছিলে পুলিশের হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় মিছিল নগরীর মাউন্ট এডোরা হাসপাতাল অতিক্রম করলে এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল ৩টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটকে শিক্ষার্থীরা, স্থানীয় জনতা সমবেত হতে থাকে। পরবর্তীতে এটি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। পরবর্তীতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মদীনা মার্কেটের  উদ্দেশ্যে 'গনমিছিল' সফল করতে রওনা হয়। মিছিলটি আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতাল অতিক্রম করলে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডে, টিয়ারশেল নিক্ষেপ করে। মিছিল ছত্রভঙ্গ হয়ে আখালিয়া ঘাট,নেহারিপাড়া,লেকসিটি ও বিজিবি গেইট এলাকায় অবস্থান নেয়।

পুলিশের হামলার বিষয়ে জানতে শাবি সমন্বয়ক ফয়সাল হোসাইন জানান, আমাদের ছাত্রজনতার শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশ থেকে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের অনেক সর্বশেষ তথ্যমতে আন্দোলনকারী প্রায় ২০ জন আহত হয়েছে। আটজন আন্দোলনকারী পুলিশ গ্রেফতার করেছে বলে এখন পর্যন্ত জানা গেছে।

যাযাদি