বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

রাজশাহী অফিস
  ০১ আগস্ট ২০২৪, ১৪:০৭
ছবি: যায়যায়দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষকদের অবস্থান ও মৌন মিছিল কর্মসূচিতে সাদা পোশাকের পুলিশদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তি ও আটক পাঁচ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ছিনিয়ে নেয় শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রত্যকক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে 'ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুণ' ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেয় ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষকেরা। পরে সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্ররা।

ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে চলমান অবস্থান কর্মসূচীতে অতর্কিত হামলা চালায় পুলিশ। পাঁচ ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার পথে শিক্ষকরা তাদের ছিনিয়ে নেয়। পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান, ছাত্ররা তাদের সঙ্গে আগে বাকবিতণ্ডায় জড়িয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ঢাকা হয়েছিল। পরে তাদের ছেড়েও দেয়া হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে