বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

শাবিতে সিলেটের সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবি প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২৪, ১৩:৫৯
ছবি: যায়যায়দিন

ছাত্র-জনতার উপর গণহত্যা, গ্রেফতার-মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (শাবি) বিক্ষোভ সমাবেশ করেছে সিলেটের সর্বস্তরের শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বন্দর কোর্ট পয়েন্ট পর্যন্ত 'মার্চ ফর জাস্টিজ' পালন করে।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরবর্তীতে এটি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

এতে শাবিসহ সিলেটের লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদনমোহন কলেজ ও বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় শিক্ষার্থীদের 'জেগেছে রে জেগেছে , ছাত্র সমাজ জেগেছে','লেগেছে রে লেগেছে,রক্তে আগুন লেগেছে', 'তুমি কে আমি কে?, সমন্বয়ক সমন্বয়ক','লাশের হিসাব কে দিবে?, 'কোন কোটায় দাফন হবে', 'তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক ফয়সাল হোসাইন বলেন, আমরা গুম-গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতা হত্যার বিচার চাই। গুম, হয়রানি করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না।

এসময় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে কেন ওদের ওপর গুলি চালানো হলো? এখানে একজন ছাত্র মারা গেল তার পিতামাতাকে আমরা কি জবাব দেবো। আমার ছাত্রদের ওপর গুলি চালালে এটা আমরা মেনে নিতে পারি না।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে