বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

'রাষ্ট্রযন্ত্র কর্তৃক প্রদত্ত নাটকীয়

যবিপ্রবি প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৪, ১৩:০৭
আপডেট  : ৩০ জুলাই ২০২৪, ১৪:১০
-ফাইল ছবি
কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্রযন্ত্র কর্তৃক প্রদত্ত নাটকীয় "রাষ্ট্রীয় শোক" কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের জন্য মঙ্গলবার কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মঙ্গলবার (৩০ জুল) যবিপ্রবির বিভিন্ন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী সরকার ঘোষিত শোক বর্জন করার ঘোষণা দিয়ে লাল রঙ সম্বলিত ফেসবুক প্রোফাইল তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং এন্ড টেকনোলজি বিভাগ, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ ১০-১২ টি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সরকার ঘোষিত শোক বর্জন করার বিবৃতি দেয়। এছাড়াও যবিপ্রবি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শোক বর্জনের একটি বিবৃতিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এদিকে যবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার ঘোষিত শোক কে সমর্থন জানিয়ে কালো রং সম্বলিত নিজেদের ফেসবুক প্রোফাইল তৈরি করে।
যবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থীরা তাদের স্পষ্ট বিবৃতিতে লিখেন, রাষ্ট্রযন্ত্র কর্তৃক প্রদত্ত নাটকীয় "রাষ্ট্রীয় শোক" কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমার ভাই-বোনের রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সেই রাজপথ ছাড়বো না। আমার ভাই-বোনের রক্তের বন্যায় যে দানবেরা নৃশংস উল্লাস করেছে, তাদের নারকীয় হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত এই তথাকথিত "রাষ্ট্রীয় শোক" কে আমরা বর্জন করছি।
আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যে রাষ্ট্র তার সন্তানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে রাষ্ট্র "রাষ্ট্রীয় শোক" ঘোষণার অধিকার রাখতে পারে না।
'এই মৃত্যু উপত্যকার দেশ আমরা চাই নি'
'এই দানবীয় উল্লাসমঞ্চের দেশ আমরা চাই নি'
'এই বিস্তীর্ণ কবরস্থানের দেশ আমরা চাই নি'। আমরা চেয়েছিলাম সকলের নিরাপত্তা প্রদানকারী " সোনার বাংলাদেশ"
এদিকে যবিপ্রবির ২০২১-২২ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার ঘোষিত শোক বর্জনের ঘোষণা দিয়ে লিখেন, আমরা ২১-২২ ব্যাচ যশোের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল শিক্ষার্থীরা রাষ্ট্রীয় এ শোককে প্রত্যাখ্যান করছি।
উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (২৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মো. মাহিন সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। এতে শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে