রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

সিলেট অফিস/শাবি প্রতিনিধি
  ১৮ জুলাই ২০২৪, ১৬:৩৮
ছবি-যায়যায়দিন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক শিক্ষার্থী আহত। এরমধ্যে ১০ জন শিক্ষার্থী ও দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। শাবি ফটকে আগে থেকে পুলিশ অবস্থান নেয়। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা শাবি ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শিক্ষার্থীরাও পুলিশের ওপর হামলা করে। দুপক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বিকেল ৩টার দিকে সুবিধবাজার ও মদিনা মার্কেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করে।

এসময় শতাধিক মোটরসাইকেলে ছাত্রলীগের কর্মীরা এসে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে