রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি
  ১৮ জুলাই ২০২৪, ১২:৪৩
ছবি-যায়যায়দিন

কোটাবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারাদেশে ছাত্রলীগ কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলার বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে অবস্থান নেয়। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

এসময় শিক্ষার্থীরা পুলিশ, বিজিবি এর অবস্থান দেখে 'ভুয়া ভুয়া ’, ‘কোটা না মেধা, মেধা মেধা’,'চেয়েছিলাম অধিকার,হয়ে গেলাম রাজকার','পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা' , তুমি কেন ঘরে, আমার ভাই সমরে' বলে স্লোগান দিচ্ছে।

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা প্রদান করে।

তবে শিক্ষার্থীরা জরুরি সেবা,অ্যাম্বুলেন্স যেন নির্বিঘ্নে চলতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে