মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পেছনের দেয়াল টপকে পালাল ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা 

বেরোবি প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ২৩:৫৪
আপডেট  : ১৬ জুলাই ২০২৪, ২৩:৫৬
ছবি : যায়যায়দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আন্দোলকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে সোমবার (১৬ জুলাই) বিকেলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা।

এসময় বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম সহ রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলামসহ ভয়ে ক্যাম্পাসের দেয়াল পেছনের দেয়াল টপকে পালিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে ক্যাম্পাস কিংবা হলে প্রবেশ করতে দেখা যায়নি।

সরে জমিনে দেখা যায়, ক্যাম্পাসে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলে ব্যাপক হামলা চালায়। বঙ্গবন্ধু হলে পার্কিং করা বেরোবি শাখা ছাত্রলীগের গাড়ি সহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কয়েকটি বাইক ভাঙচুর করেছে। প্রায় পাঁচ ঘন্টা হলে বিদ্যুৎ ছিলো না। হলে বিরাজ করছে সুনশান নিরবতা।

আন্দোলনকারী শিক্ষর্থীরা জানায়, আমরা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে অবস্থান নিলে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুরে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে