মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারী শিক্ষার্থী নিহত

বেরোবি প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ১৬:৫০
আপডেট  : ১৬ জুলাই ২০২৪, ২০:০৫
ছবি-সংগৃহিত

সারা দেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ - পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আবু সাঈদ নামে ১২ ব্যাচের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেছেন। সাংবাদিকসহ আহত দুই শতাধিক।

মঙ্গলবার ( ১৬ জলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। পুলিশ তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পুলিশ রাবার বুলেট ছোড়ে। তখন ওই শিক্ষার্থী মারা যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত এখনো দুই গ্রুপের সংঘর্ষ চলছে। প্রায় ১০ হাজার শিক্ষার্থী অবস্থান করছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে