রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ১২:৫২

যাযাদি ডেস্ক
ছবি-যায়যায়দিন

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ অবরোধ করা হয়। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন।

এর আগে গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড-চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

যাযাদি/ এস