গতকাল সোমবার বিকালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোটাবিরোধী শিক্ষার্থী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কারণ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় অনেক যুবককে হাতে অস্ত্র ও লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করতে দেখা যায়। তাদের হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও।
সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা ও সংঘর্ষ ঘটে। এ সময় নারী শিক্ষার্থীদেরও মারধর করে ছাত্রলীগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যানুযায়ী ২৯৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে একটি গণমাধ্যমে প্রকাশিত হামলার ছবিতে দেখা যায়, কার্জন হল এলাকায় নির্মিতব্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নিচে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল গেটে এক যুবক আগ্নেয়াস্ত্র তাক করে আছেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।
এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক সাবেক নেতা আগ্নেয়ান্ত্র তাক করা হাসান মোল্লাকে শনাক্ত করেছেন। তাদেরকে আগ্নেয়াস্ত্র তাক করা গুলি ছুড়তে থাকা তরুণের ছবি দেখানো হলে হাসান মোল্লা বলে নিশ্চিত করেন। এ ছাড়া হাসান মোল্লার প্রাপ্ত ছবিতে হামলার ছবিতে মিলিয়ে একই ব্যক্তি বলে প্রতীয়মান হয়।
যাযাদি/ এস