রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়া

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ২৩:০০

রাবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের 'রাজাকার রাজাকার' স্লোগানের প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে। 

সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এ সময় তাদের সাথে রাবির শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ আরো অনেকেই ছিল। 

গত রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল পালন করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ , ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে, সরকার সরকার’, ‘এক দুই তিন চার, মেধাবীরা রাজাকার’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেয়। 

তারই প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ১৫-২০টা  মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে থাকেন তারা। এ সময় সাধারণ কোনো শিক্ষার্থীকে দেখলেই তারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একজন শিক্ষার্থীকে ধাওয়া দিতেও দেখা যায়। 

বিক্ষোভ সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। সর্বোচ্চ ভদ্রতার সাথে সর্বোচ্চ ধৈর্য নিয়ে ছিলাম। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর একটি জামাত-শিবিরের প্রেতাত্মা রাজাকারেরা 'রাজাকার' বলে স্লোগান দিলে রাবি ছাত্রলীগ আর ছাড় দিবে না। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সবসময় কাজ করব। 

যাযাদি/ এস