কোটা বিরোধীদের শ্লোগানের ভাষায় বাউবিশিসের প্রতিবাদ
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ২১:৫৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ২২:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ১৫ জুলাই, সোমবার মধ্য রাতে বিভিন্নভাবে মিছিলে কতিপয় শিক্ষার্থী নিজেদেরকে রাজাকার অভিহিত করে শ্লোগানে যে সকল শব্দ চয়ন করেছে তাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীরভাবে মর্মাহত।
শিক্ষার্থীদের এরূপ শ্লোগানে বাউবি শিক্ষক সমিতি হতবাক, ক্ষুব্ধ ও লজ্জিত।
বাউবিশিসের সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়- শিক্ষক সমিতি বিশ্বাস করে ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত এই বাংলাদেশে নিজেদেরকে গর্বভরে ‘রাজাকার’ পরিচয় প্রদান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে চরমভাবে অপমান করার শামিল। এই ঘটনায় বাউবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
যাযাদি/ এম