জাবিতে ছাত্রলীগের দফায় দফায় হামলা, আহত ৬০
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ২১:২১ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ২১:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীদের ৬০ শিক্ষার্থী আহত হয়েছে৷
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল চলাকালে বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় ছাত্রলীগ এই হামলা চালায়৷ ছাত্রলীগের শাখা সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগের সংঘর্ষে নেতৃত্ব দেন বলে অভিযোগ আন্দোলকারীদের।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য মতে, এই নিউজ লেখা পর্যন্ত (রাত ৯ টা) অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত অবস্থায় মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশীদ জিতু, মাহফুজ ইসলাম মেঘ, জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাপ্পির অবস্থা গুরুতর।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার শামছুর রহমান বলেন, এখন পর্যন্ত ৬০ জন মত শিক্ষার্থী আহত অবস্থায় মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ৩০ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গুরুতর আহতদের বিষয়ে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কিছু সময় পর্যবেক্ষণের পর বলা যাবে।
এছাড়া সংঘর্ষ চলাকালে রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন গুরুতর আহত হয়েছেন। এমনকি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার আহত হয়ে চিকিৎসা কেন্দ্রে সেবা নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল এলাকায় আসলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসীরা আগে থেকেই লাঠিসোটা নিয়ে প্রস্তুত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকে জানা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷
যাযাদি/ এম