মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ঢাকা মেডিকেলে আন্দোলনকারীদের খুঁজছে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ২০:৫৮
ছবি-যায়যায়দিন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড়ে ওয়ার্ড়ে গিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের খুঁজছে ছাত্রলীগ। আজ সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার -পুলিশ, ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।

সন্ধ্যা ৬ টার দিকে শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করলে সংঘর্ষে আহত ছাত্রলীগের নেতাকর্মীরাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

শহীদুল্লাহ হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিরোধে আহত কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম সহ কয়েকজন কে ঢামেকে চিকিৎসা নিতে দেখা যায়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে কোটা‌ আন্দোলনকারীদের দেখে হেলমেট পরে লাটিসোটা নিয়ে হাসপাতালে অবস্থানরত কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর করতে চাইলে পুলিশ এবং আনসার তাদেরকে বাধা দেয়।পুলিশের বাঁশিতেও ছাত্রলীগের নেতা কর্মীরা পিছপা না হলে আনসারের সদস্যরা তাদেরকে পিটিয়ে বের করে দেন। পরে ছাত্রলীগ নেতা কর্মীরা আরো সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে আনসারদের বাধা ডিঙিয়ে চড়াও হন কোটা আন্দোলনকারীদের উপর।

এ সময় পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে