চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চলিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছে। শিক্ষার্থীদের মারধরের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণ করে।
রবিবার (১৪ জুলাই) রাত ১১টায় চবি জিরো পয়েন্ট এলাকায় প্রধানমন্ত্রীর কোটা বিষয়ে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করার জন্য জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দেন।
জানা যায়, রাত সাড়ে ১১টায় বিক্ষোভরত শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে যাওয়ার সময় পেছন থেকে ‘কে রে রাজাকার?’ বলে ছাত্রলীগ কর্মীরা লাঠিসহ ককটেল নিক্ষেপ করেন। এ সময় আতঙ্কিত ছত্রভঙ্গ শিক্ষার্থীদের উপর চড়াও হয় ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও ছাত্রী আহত হন।
এ বিষয়ে কোটাবিরোধী আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আমরা মিছিল করছিলাম, তখন আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। কে মেরেছে তা জানি না। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। একজন মেয়েও আছেন। এ ছাড়া আমাদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয়।’
চবি ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতা সাখওয়াত হোসেন বলেন , ‘আমরা ও চাই কোটা সংস্কার হোক। তবে নেত্রীর নামে বাজে স্লোগান দিয়েছে শুনলাম। তাই শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করি। আমরা তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি। আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে আমি রাজাকার, রাজাকার স্লোগান দেওয়া কখনো কাম্য নয়।
যাযাদি/ এস