মধ্যরাতে রাবি ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের শোডাউন 

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ১০:৫৫

রাবি প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সরকারি চাকরিতে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের একটি দল প্রধানমন্ত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসে অবস্থানের পাশাপাশি শোডাউন করে।

রবিবার  (১৪ জুলাই) রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে এ শোডাউন কর্মসূচি পালন করেন ।পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বঙ্গবন্ধু হলের সামনে মিলিত হয়।

এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘আছিস যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘হৈ হৈ রই রই, রাজাকার গেলি কই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ এমন সব স্লোগান দিতে থাকেন  শাখা  ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, আমরা শাখা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় আছি। কোটা সংস্কার আন্দোলনের নামে কোনো মৌলবাদী সংগঠন কোমলমতি শিক্ষার্থীদের উসকানি দিলে আমরা ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে।

যাযাদি/ এস