সরকারি চাকরিতে কোটা বাতিল করে কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হলে হলে পদযাত্রা করে আন্দোলনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
শনিবার (১৪ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মুক্তমঞ্চ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মুক্তমঞ্চ থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে পদযাত্রা করে।
এ সময় শিক্ষার্থীরা, ‘ কোটা না মেধা, মেধা মেধা,হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না,মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', কোটা না মেধা, মেধা মেধা, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, চট্টগ্রামে হামলা কেন, জবাব চাই, কুমিল্লায় হামলা কেন, জবাব চাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, কোটা ব্যবস্থা সংস্কার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
পদযাত্রা কর্মসূচী শেষে পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে শিক্ষার্থীরা।
যাযাদি/ এস