মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পটুয়াখালীতে শিক্ষার্থীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান 

পটুয়াখালী ও পবিপ্রবি প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২৪, ১২:৩৮
আপডেট  : ১৪ জুলাই ২০২৪, ১২:৪৪
ছবি-যায়যায়দিন

সরকারি চাকুরিতে কোটার যৌক্তিক এবং বৈজ্ঞানিক সংস্কারের দাবীতে গণ পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি তুলে দেন।

এর আগে শিক্ষার্থীরা ব্যনার ও প্লেকার্ড নিয়ে শহরের শহীদ মিনার চত্বরে জরো হন৷ সেখান থেকে তারা গণ পদযাত্রা শুরু করে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন।

গনপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ছাত্র নুরুন্নবী সোহান, জাহিদুল ইসলাম জাহিদ, আইন ও ভূমি প্রশাসন শেষ বর্ষের ছাত্র আজিজুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় তারা সরকারি চাকুরিতে চলমান কোটার যৌক্তিক এবং বৈজ্ঞানিক সংস্কারের দাবি করেন। এছাড়া চলমান কোটা বিরোধী আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা

মামলা প্রত্যাহারের দাবি জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে