রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বৃহস্পতিবারও সারাদেশে ‘বাংলা ব্লকেড’

ঢাবি প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ১৯:৫৮
আপডেট  : ১০ জুলাই ২০২৪, ২২:৩০
সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ‘বাংলা ব্লকেড’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ ১০ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, আজকে সারাদেশে ও ঢাকায় কোনো গাড়ির চাকা ঘুরতে দেওয়া হয়নি। আগামীকাল বিকাল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবে। সাড়ে ৩টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে এ কর্মসূচির সূচনা করবো।

এর আগে গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রথম দুদিন অর্ধদিবস অবরোধ চলার পর গতকাল মঙ্গলবার বিরতি দেওয়া হয়।বুধবার পূর্ণদিবস অবরোধ পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে