বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

হাবিপ্রবিতে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন ১১ সাবেক শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৪, ১১:৫৯
আপডেট  : ০৩ জুলাই ২০২৪, ১০:২১
ছবি: যায়যায়দিন

গত ৮ জুন অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৬তম সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবম ও দশম গ্রেডের কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ১৬ জন। তাদের মধ্যে ১১ জন কর্মকর্তাই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। হাবিপ্রবির ইতিহাসে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে নিয়োগ পাওয়ার সংখ্যা এটায় সর্বোচ্চ।

নবম গ্রেডে ফিল্ড এক্সটেনশন অফিসার (কৃষি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৩ শিক্ষাবর্ষের শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, ফিল্ড এক্সটেনশন অফিসার (লাইভস্টক) হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্স অনুষদের ২০১৫ শিক্ষাবর্ষের মো. মোজাক্কির হোসেন, ফিল্ড এক্সটেনশন অফিসার (ফিসারিজ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ অনুষদের ২০১৬ শিক্ষাবর্ষের মো. রাব্বি শেখ, ফিল্ড এক্সটেনশন অফিসার (কমিউনিকেশন এন্ড ফার্মার্স ট্রেনিং) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদা আকতার।

এছাড়াও সেকশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪ শিক্ষাবর্ষের মো. ইলিয়াস কাঞ্চন, ইংরেজি বিভাগের ২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম।

দশম গ্রেডে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের মো. তানভীর আবেদীন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের মো. শাহ আলম, কৃষি অনুষদের ২০১১ শিক্ষাবর্ষের শাহরিয়ার জাহান, মো. মোখলেসুর রহমান এবং ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩ ব্যাচের শিক্ষার্থী মো. মোরশেদুল আলম।

প্রতিষ্ঠার ২৫ বছরে এইবারই সর্বোচ্চ একসাথে ১১ জন সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। নিজ ক্যাম্পাসে চাকরির সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করছেন সকলে। তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের কাছে দ্বিতীয় পরিবার। আমরা সৌভাগ্যবান এই ক্যাম্পাসেই থাকার সুযোগ পেয়েছি সেই সাথে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাদের ওপর ভরসা করেছেন সুযোগ দিয়েছেন। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগগুলোতে সুযোগ দিলে বিশ্ববিদ্যালয় দ্রুত এগিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে নবম গ্রেডে মেডিকেল অফিসার হিসেবে শাহ ওয়াদ্ফা আলম ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাসেল ইসলাম। দশম গ্রেডে সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে মো. সালমান তাইফ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কৌশিক বোস ও তাসকিনা জাহান নিয়োগ পেয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে