সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে ইবি শিক্ষকরা
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ১৯:২৩
তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ১লা জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি করবেন বলে জানান শিক্ষকরা।
রোববার (৩০ জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দাবিগুলো হলো-অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।
তারা বলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন ১লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছে। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরা এই কর্মসূচি পালন করবো। কর্মবিরতির অংশ হিসেবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে একই দাবিতে রোববার দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
যাযাদি/ এম