রাজু ভাস্কর্যে মিনহাজ ত্বকীর একক প্রতিবাদ

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ১৫:৫৮

ঢাবি প্রতিনিধি
ছবি যাযাদি

সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র,  সম্প্রতি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ  সেন্টমার্টিনে অবৈধভাবে মায়ানমারের যুদ্ধ জাহাজ প্রবেশ এবং রাষ্ট্রের শৃঙ্খলিত নাগরিকদের উপর গোলা বর্ষণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শনিবার একক অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মিনহাজ ত্বকী।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র।তার বাড়ি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। সেন্টমার্টিনের সাথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাদ্য ও নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এলাকার জনজীবন। এমতাবস্থায় রাষ্ট্রের নতজানু নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ করাকে ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা।প্রতিবাদ কর্মসূচীর সময় তার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা শোভা পায়।

 তিনি গণমাধ্যম কে বলেন, "আমি আমার দায়বদ্ধতা থেকে দাড়িয়েছি।সবার উচিত  অন্তত মিয়ানমারের রক্ত চক্ষুতে থুথু দেয়া এবং প্রতিবাদ করা। রাষ্ট্রের উচিত এখনই কঠিন প্রতিবাদ জানানো। নতজানুতা নয়, আমরা বীরের জাতি। বীর দর্পে প্রতিবাদ প্রত্যাশা করছি । রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে কোনো ইস্যুতে যথার্থ পদক্ষেপ, প্রতিবাদ ও প্রতিরোধ দেশের জনগণ দেখেনি"।

যাযাদি/ এস