শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

চবির শাটল ট্রেনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

চবি প্রতিনিধি
  ২৫ মে ২০২৪, ১৪:০৩
ছবি-যায়যায়দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন থেকে বস্তাবন্দী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) চবি স্টেশন থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৯টার শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশনে এসে পৌঁছালে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে নয়টার শাটল ট্রেন ষোলশহর স্টেশনে থামলে একজন নারী একটি বস্তা ট্রেনের বগিতে রেখে নেমে যান। ট্রেন ছেড়ে দেওয়ার পরও ওই নারী ফিরে না আসায় শিক্ষার্থীরা কৌতূহলবশত বস্তার ভেতরে তাকালে নবজাতকের মরদেহ দেখতে পান।

ট্রেনে অবস্থানরত শিক্ষার্থীরা ঘটনা বুঝতে পেরে ট্রেন বটতলী স্টেশনে এসে থামলে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে মৃত অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছি।এটি অপমৃত্যুর মামলা হয়েছে। এই ঘটনায় এখনো কাওকে সনাক্ত করা যায় নাই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে