দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'অ্যাডভোকটিং হিউম্যান রাইটস ইন এইচএসটিইউ ক্যাম্পাস' শীর্ষক সেমিনার ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে
শনিবার (১৮ মে) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ একাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেইভ ইউথ হাবিপ্রবি শাখার আয়োজনে উক্ত সেমিনারে অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পল্লিশ্রী দিনাজপুরের জেন্ডার, জাস্টিস এন্ড ট্রেনিং বিভাগের ম্যানেজার সামসুন নাহার এবং মানব সম্পদ বিভাগের প্রধান শামীমা বেগম পপি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যগণ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে সভাপতিত্ব করেন সেইভ ইউথ হাবিপ্রবি চ্যাপ্টারের মডারেটর রনি কুমার দত্ত।
সেমিনারের প্রথম অংশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মানবাধিকার নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। দিনাজপুর পল্লিশ্রী'র মানব সম্পদ বিভাগের প্রধান শামীমা বেগম পপি বলেন, মানবাধিকার সম্পর্কে আগে জানতে হবে, তারপর অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ করতে হবে। বাবা মা কে বন্ধু বানিয়ে তাদের সাথে শেয়ার করতে হবে।
জেন্ডার, জাস্টিস এন্ড ট্রেনিং বিভাগের ম্যানেজার সামসুন নাহার মানবাধিকার, মৌলিক অধিকার, মৌলিক চাহিদার মধ্যে পার্থক্য, মানবাধিকারের বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের কি কি করণীয় সেই বিষয়গুলো তুলে ধরেন। পরবর্তীতে মানবাধিকার বিষয়ক চিত্রকর্ম প্রদর্শনী ও গ্যালারি ওয়াকের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।
সংগঠনটির মডারেটর রনি কুমার দত্ত বলেন, সেইভ ইউথের মতো স্মার্ট একটা সংগঠনের সাথে যুক্ত হতে পেরে খুব আনন্দিত। সংগঠনটির এই ধরনের কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের স্মার্ট সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। আমাদের দেশে বা সারাবিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা করার আগে আমার পরিবার, আমার সমাজ এ মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এই বিশ্ববিদ্যালয় আমাদের পরিবার তাই এখানে মানবাধিকার নিয়ে শিক্ষার্থীদের সচেতন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা আগে প্রয়োজন। আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা মানবাধিকার সম্পর্কে জানবে এর ফলে তারা বুঝতে পারবে তাদের সাথে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এবং কোনো মানবাধিকার লঙ্ঘন হলে তার করণীয় সম্পর্কেও জানতে পারবে।
সেইভ ইউথ সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিং, নারী অধিকার নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
যাযাদি/ এসএম