রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন 'দরদি'র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ১৮ মে ২০২৪, ২২:৫৯
ছবি : যায়যায়দিন

সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'দরদি'র নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিগত কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছে। গত ১৭মে সন্ধ্যায় রাজধানীর 'ইউরো এশিয়ানো রমনা গ্রিন রেস্টুরেন্টে' ১ বছর মেয়াদি কমিটি 'দরদি'র গঠনের লক্ষ্যে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটন আনসার ডিএমপি জোনের জোন কমান্ডার মোঃ সাহাদাত হোসেন বিভিএম, সংগঠনের বিগত কমিটির সভাপতি নাসিম হাসান এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান প্রমুখ।

সভা শেষে ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সাকিব হোসেন সভাপতি হিসেবে এবং জি এম আবু রাহাত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১১৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

দরদির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ অপু , সহ-সভাপতি পদে সাগর দত্ত, রাশেদ মাহমুদ, তানজিদ আহমেদ, শাকিল মাহমুদ, শামীম হোসেন, মাহমুদ হাসান শাওন, মো: সাঈদুর রহমান সাঈদ, মো: হাবিবুর রহমান, উম্মে সালেহা উমাইয়া, শেখ মাসুম বিল্লাহ , মো: আল ফারিয়ার সুজন এবং মো: আলমগীর হোসাইন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার আমিন , যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান, আরিফ বিল্লাহ, মেহেদি হাসান, চিরঞ্জিত ঘোষ, জান্নাতুল ফেরদৌস লিজা, শারমিন সুলতানা, সাগর ঘোষ, মো: আব্দুল কাদের ও মাসুদ পারভেজ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো: আল আমিন ও সহ-সাংগঠনিক হিসেবে মেজবাহুত তামান্না, মো: তারিকুল ইসলাম, অসীম কুমার বুধুই, স্বরজীৎ দাশ, আবিদুর রহমান, মোস্তাক আহম্মেদ তন্ময় এবং মো: মারুফ হাসান নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক হিসেবে মো: আল আমিন হোসেন এবং উপ দপ্তর সম্পাদকে কায়েস হোসেন জয় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদকে নয়ন পাল এবং উপ অর্থ সম্পাদকে ফারদীন হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদকে মোতালেব হোসেন সোহান এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদকে মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে তৌফিক হাসান এবং উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে মো: মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে ইমরান হোসেন শান্ত এবং উপ স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে মোহাম্মদ মুস্তাহিদ নির্বাচিত হয়েছেন। সাহিত্য সম্পাদকে তাসনিয়া রহমান এবং উপ সাহিত্য সম্পাদক: সাগরিকা দাশ নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদকে আফিফা নাজনীন এবং উপ সাংস্কৃতিক সম্পাদকে জান্নাতুন নাহার নির্বাচিত হয়েছেন। তথ্য-প্রযুক্তি সম্পাদকে হাসানুল বান্না এবং উপ তথ্য-প্রযুক্তি সম্পাদকে শাওন হোসেন নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদকে ইমতিয়াজ আহমেদ শুভ এবং উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকে নাজিমুর রহমান নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদকে তাছনিম জাহান বৃষ্টি এবং উপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদকে আয়েশা আক্তার অন্তরা নির্বাচিত হয়েছেন। ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদকে শিহাব জুহুরী আবির এবং উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদকে মো: রাকিব হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমাজসেবা সম্পাদকে রুহিনা আক্তার হেনা এবং উপ সমাজসেবা সম্পাদকে মমতাজ পারভীন নির্বাচিত হয়েছেন। আইন সম্পাদকে গাজী আবিদ হাসান এবং উপ আইন সম্পাদকে অমিত কুমার বিশ্বাস নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন বিষয়ক সম্পাদকে সাখাওয়াত ইমরান এবং উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকে শানজিদা করবী মিশু নির্বাচিত হয়েছেন। ছাত্রবৃত্তি সম্পাদকে কৃষ্ণা ঘোষ এবং উপ ছাত্রবৃত্তি সম্পাদকে ফারজানা আক্তার নির্বাচিত হয়েছেন। দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদকে অভিজিৎ দত্ত এবং উপ দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদকে সবুজ গাজী নির্বাচিত হয়েছেন। যুব ও ক্রীড়া সম্পাদকে মাসুদ শাহরিয়ার রাকিব এবং উপ যুব ক্রীড়া সম্পাদকে সুজয় কুমার মৈত্র নির্বাচিত হয়েছেন। কর্মসূচি বিষয়ক সম্পাদকে সাগর বিশ্বাস রোহান এবং উপ কর্মসূচি বিষয়ক সম্পাদকে সুদীপ্ত কুমার মন্ডল নির্বাচিত হয়েছেন। ছাত্রীবিষয়ক বিষয়ক সম্পাদকে তিথি রাণী ঘোষ এবং উপ ছাত্রীবিষয়ক সম্পাদকে তাহেরুন নাহার তিপ্তি নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটি সহ সম্পাদক হিসেবে ১৯ জন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ২৯ জন সদস্য।

২০১৯ সালে প্রতিষ্ঠার পর 'দরদি' শিক্ষা সহায়তামূলক ও সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে।

সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সবার সাথে সমন্বয় করে শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দরদি সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দরদি'র সকল সদস্য, কার্যনির্বাহী উপদেষ্টা ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে