অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ

প্রকাশ | ০১ মে ২০২৪, ১১:৩৩ | আপডেট: ০১ মে ২০২৪, ১১:৪০

কুবি প্রতিনিধি
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আবাসিক হল সমূহও বন্ধ রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেটের এক সদস্য আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্তের ব্যাপারে জানান, উপাচার্য দাবি করেছেন আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ঢুকছে। শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে। এতে অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে। তাই পহেলা মে বিকাল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের  প্রতিবাদে ৩০ এপ্রিল রাত এগারোটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা জানান, এমন সিদ্ধান্ত একাডেমিক কার্যক্রমের জন্য ক্ষতি বয়ে আনবে এবং সেশনজট বাড়বে।

যাযাদি/ এসএম