আদালতের ঘাড়ে বন্দুক রেখে বুয়েটে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ: ছাত্র অধিকার পরিষদ 

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ১৯:১৩

ঢাবি প্রতিনিধি

আদালতের ঘাড়ে বন্ধু রেখে বুয়েটে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েটের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বুয়েটের ছাত্র রাজনীতির বিষয়টি বুয়েটের শিক্ষার্থীদের উপর ছেড়ে দেওয়ার আহবান জানান । এ সময়  ছাত্র অধিকার পরিষদের নেতারা অপরাজনীতি প্রতিরোধে ডাকসু,রাকসু,জাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নাহিদ হাসান , দফতর সম্পাদক সানা উল্লাহ, ঢাকা কলেজের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ রনি সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম