পবিপ্রবি'র বরিশাল ক্যাম্পাসে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ১৯:৫১

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ৯টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. মিল্টন তালুকদার। সকাল ১০ টায় ক্যাম্পাস  থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদ হয়ে পুনরায় ক্যাম্পাস অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়।

সকাল ১০ টা ৩০ মিনিটে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের অডিটরিয়ামে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক  ড. ননি গোপাল সাহা'র  উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা শুরু  হয়। এতে প্রধান অতিথি হিসেবে এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড.ফয়সাল কবির ,বিশেষ অতিথি হিসেবে ড.মিল্টন তালুকদার ও প্রফেসর উম্মে কুলসুমসহ অনুষদের আরো শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উক্ত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্হিত। 

সকাল ১০টা ৩০ মিনিটে চিত্রাংকন প্রতিযোগিতা,১১টায় বঙ্গবন্ধু জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং পরবর্তীতে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 

এছাড়াও আছরের  নামাজের পর পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের অনুষদীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।  

যাযাদি/ এম