অবন্তিকা হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন 

প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ২০:৪৯

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা হত্যার বিচার ও নিপীড়নকারী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে এই মানববন্ধন করেন তারা। 

এসময় মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন,একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেনো নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগবে। কেনো তাকে আত্মহত্যা করে বিচার চাইতে হবে।তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের অভিযোগ এনে সুইসাইট নোট লিখে গেছে অবান্তিকা। তার এই ধরনের মৃত্যুতে আমরা মর্মাহত ও শংকিত। যে মেয়ে মিলিটারির দীর্ঘমেয়াদি কমিশন্ড অফিসার প্রশিক্ষণ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে এসেছিল।কিন্তু শেষ পর্যন্ত সে কি নিয়ে গেল।

 বিচার দাবি করে শিক্ষার্থীরা আরো বলেন, অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আর কোনো প্রাণ না জড়ে।

উল্লেখ্য,গতকাল (শুক্রবার) কুমিল্লায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। 

যাযাদি/ এম